Recent Tube

মৃত্যু পরবর্তী ৯টি আকাঙ্ক্ষা ; শামীম আজাদ।

     মৃত্যু পরবর্তী ৯টি আকাঙ্ক্ষা ;
  __________________________________
وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
"হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" 
সূরা নাবা: ৪০
★★★
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
"হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" 
সূরা ফজর : ২৪
★★★
فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيهْ
"হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" 
সূরা আল-হাক্কহ: ২৫
★★★
يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا
"হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" 
সূরা ফুরকান : ২৮;
★★★
يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا
"হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" 
সূরা আহযাব : ৬৬;
★★★
يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا
"হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" 
সূরা ফুরকান : ২৭;

★★★
يَا لَيتَنِي كُنتُ مَعَهُمْ فَأَفُوزَ فَوْزًا عَظِيمًا
"হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" 
সূরা আন-নিসা : ৭৩;
★★★
يَا لَيْتَنِي لَمْ أُشْرِكْ بِرَبِّي أَحَدًا
"হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" 
সূরা কাহফ : ৪২;
★★★
يَا لَيْتَنَا نُرَدُّ وَلاَ نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
"হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।
সূরা আনআম : ২৭;
আল্লাহু সুবাহানাহু তা'য়ালা সবাইকে উত্তম প্রতিদান দিন.!!
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments