Recent Tube

দ্বীনি প্রশ্নোত্তর।



 
     প্রশ্নঃ জানাযার নামায একদিকে              বা উভয় দিকে সালাম    
            ফিরানোর ব্যাপারে    
            শরী‘আতের বিধান 
            কি?


উত্তর: অন্যান্য ছালাতের ন্যায় জানাযার ছালাতেও উভয় দিকে সালাম ফিরাতে হয়। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন,লোকেরা তিনটি কাজ ছেড়ে দিয়েছে, যেগুলো রাসূল (ছাঃ) করতেন। তার একটি হ’ল, জানাযার ছালাতের সালাম অন্যান্য ছালাতের ন্যায় হওয়া (বায়হাক্বী কুবরা হা/৭২৩৯, সনদ হাসান, আলবানী, আহকামুল জানায়েয,মাসআলা নং ৮৪)। তবে শুধু ডান দিকেও সালাম ফিরানো যায় (হাকেম ১/৩৬০,বায়হাকী৪/৪৩, দারাকুৎনী হা/১৮৩৯ ও ১৮৬৪; সনদ হাসান, আহকামুল জানায়েয, মাসআলা নং ৮৫)। উল্লেখ্য যে, আমাদের দেশে উভয়দিকে সালাম ফিরানোর আমলটিই প্রচলিত। তাই এর উপর আমল করাই উত্তম। নইলে ফিৎনা সৃষ্টি হ’তে পারে।
দারুল ইফতা হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ !

Post a Comment

0 Comments