Recent Tube

একুশের চোখে একুশ। -- সুপ্রিয় সুপ্রকাশ

     
       
           একুশের চোখে একুশ,
             -- সুপ্রিয় সুপ্রকাশ। 

  (২০২১শে'র ২১) উনসত্তর বছর আগের ৫২'এর উত্তাল  একুশ' শহীদদের রক্তে মোড়ানো, কফিনে আবরিত,আমার ভাই দের লাশ। যে লাশের রক্তবিন্দুতে রচিত হয়েছিল তখন
স্বাধীনতার রক্তবীজ।

   যাঁর বীজের ফসলে আজ সুজলা সুফলা একখণ্ড ভূমির মালিক হয়ে নিজেকে ভূমিপুত্র ভাবছেন সবাই।
সেই ভাবুকতার পিছনের, সেই স্বাধীনতার, চেতনা’র পিছনের আসল চেতনাই হচ্ছে ৫২'র একুশ। 

     একুশ না হলে ৭১ হতোনা, চেতনা’র গল্পটা যতোই মুখে মুখে বুলি আওড়ে বলি,বলছি--!! " ২১শে'র চেতনাই বাঙালির আসল চেতনা, এর কোন বিকল্প নেই, এটাই মহাসত্য। কালো ব্যাচ,কালো কুর্তা,মিনারের বেদীতে ফুল,মাইকে মোড়ে, মোড়ে ভাষার গান,কয়েকটি আলোচনার মঞ্চ অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে একুশ উদযাপিত হয় ঠিকই প্রতিবারে, তাতেই কি একুশের মহাত্ম্য,তাৎপর্য, একুশের ভাবনা,চাওয়া মননে স্থান পায়...? 

    পরের ভাষায় কথা বলতে পারলে যে জাতি আজ-ও নিজেকে স্মার্ট ও আধুনিক ভাবে, সে জাতির সন্তানেরা একুশ' আসলে সকালে খালি পায়ে ফুল দিয়ে, নেতার সাথে সেলফি তুলে,আপলোড দিয়ে চেতনার গান গায়।

      শহীদের পবিত্র রক্তের সিঁড়ি বেয়ে পাওয়া আ-মরি 'বাংলা ভাষা" আমাদের মায়ের ভাষা। আসুন নিজের ভাষায় গর্ব করে কথা বলি বাংলিশ বুলি না আওড়ে বাংলা বলতে শিখি। দিনশেষে এটাই হোক ২১শের ২১'শে আমাদের নিতান্তই চাওয়া।
--------------------------------- 
লেখকঃ প্রবন্ধ লেখক কলামিস্ট ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments