Recent Tube

মরহুম মকবুল আহমেদ-নরম সত্তার আড়ালে অসাধারণ প্রজ্ঞাশীল এক নেতৃত্ব। জিয়াউল হক।


 মরহুম মকবুল আহমেদ-নরম সত্তার আড়ালে অসাধারণ প্রজ্ঞাশীল এক নেতৃত্ব।


   সবাই বলছেন তিনি নিখাঁদ সরল ও সহজ মানুষ ছিলেন। সাধাসিধে জীবন যাপন করতেন, কথাগুলো নিপাট সত্য কথা। মোটেও বাহুল্য কিছু নয়। ব্যক্তিগত কারণে ও অভিজ্ঞতায় জানি, তিনি প্রতিটি ক্ষেত্রেই ইনসাফ করতেন, করার চেষ্টা করতেন। আমার সকল সত্তা দিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আল্লাহর সামনে দাঁড়িয়ে সে স্বাক্ষ্য দিতে প্রস্তুত। তবে তাঁর আরও একটা গুন ছিল। সম্ভবত সেই গুণের কারণেই তিনি অনন্য একজন নেতা।  
 
   জামাআ'ত এ ইসলামি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত কঠিন, বলা চলে, সবচেয়ে কঠিন সময়ে আল্লাহ পাক তাঁর মতো একজন নরমদীল, সহজ ও সরল মানুষকেই বেছে নিয়েছিলেন সংগঠনটির নেতৃত্ব দিতে।  আমরা বুঝিনি, কিন্তু আল্লাহ জানতেন, এই সহজ সরল মুখলেস মানুষটার ভেতরে কি অসাধারণ ধৈর্য আর প্রজ্ঞা লুকিয়ে ছিল।  জানতেন বলেই তাঁকেই বাছাই করেছেন কঠিন সময়টার জন্য। 

   ইতিহাস আপনাকে ভক্তি আর ভালোবাসায় স্মরণ করবে হে রাহবার। আল্লাহ আপনার সাথে আর রাহিম ও গফুর হিসেবেই আচরণ করবেন ইনশাআল্লাহ।
---------------------------------------------------------------
লেখকঃ ইসলামি চিন্তাবিদ গ্রন্থপ্রনেতা গীতিকার ইতিহাস বিশ্লেষক ও কলামিস্ট। 

Post a Comment

0 Comments