Recent Tube

তবুও কি তোমরা আল্লাহকে ভয়করবে না? শামীম আজাদ।





 
  তবুও কি তোমরা  আল্লাহকে ভয় করবে না? 
--------------------------------- 

ﻗُﻞْ ﻣَﻦْ ﻳَﺮْﺯُﻗُﻜُﻢْ ﻣِﻦَ ﺍﻟﺴَّﻤَﺎﺀِ ﻭَﺍﻷﺭْﺽِ ﺃَﻡْ ﻣَﻦْ ﻳَﻤْﻠِﻚُ ﺍﻟﺴَّﻤْﻊَ ﻭَﺍﻷﺑْﺼَﺎﺭَ ﻭَﻣَﻦْ ﻳُﺨْﺮِﺝُ ﺍﻟْﺤَﻲَّ ﻣِﻦَ ﺍﻟْﻤَﻴِّﺖِ ﻭَﻳُﺨْﺮِﺝُ ﺍﻟْﻤَﻴِّﺖَ ﻣِﻦَﺍﻟْﺤَﻲِّ ﻭَﻣَﻦْ ﻳُﺪَﺑِّﺮُ ﺍﻷﻣْﺮَ ﻓَﺴَﻴَﻘُﻮﻟُﻮﻥَ ﺍﻟﻠَّﻪُ ﻓَﻘُﻞْ ﺃَﻓَﻼ ﺗَﺘَّﻘُﻮﻥَ
আপনি জিজ্ঞেস করুন, আসমান ও যমীন
থেকে কে তোমাদের রিযিক দেন?কিংবা (তোমাদের) শ্রবণ ও দৃষ্টিসমূহকার মালিকানাধীন? আর মৃত থেকেজীবিতকে কে বের করেন আর জীবিতথেকে মৃতকে কে বের করেন? আর সকলবিষয় কে পরিচালনা করেন? তখন তারাঅচিরেই বলবে, ‘আল্লাহ’, তখন তুমি বল,তবুও কি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?
সূরা ইউনুসঃ ৩১

ﻗُﻞْ ﻣَﻦْ ﺭَﺏُّ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﺍﻟﺴَّﺒْﻊِ ﻭَﺭَﺏُّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ ﺳَﻴَﻘُﻮﻟُﻮﻥَﻟِﻠَّﻪِ ﻗُﻞْ ﺃَﻓَﻼ ﺗَﺘَّﻘُﻮﻥَ
আপনি জিজ্ঞেস করুন, সাত আসমানেররব এবং মহা আরশের রব কে? তারাঅচিরেই বলবে, ‘আল্লাহ’, তুমি বল, তবুওকি তোমরা (আল্লাহকে) ভয় করবে না?
সূরা মু’মিনুনঃ ৮৬-৮৭

ﻭَﻟَﻪُ ﻣَﺎ ﻓِﻲ ﺍﻟﺴَّﻤَﺎﻭَﺍﺕِ ﻭَﺍﻷﺭْﺽِ ﻭَﻟَﻪُ ﺍﻟﺪِّﻳﻦُ ﻭَﺍﺻِﺒًﺎ ﺃَﻓَﻐَﻴْﺮَ ﺍﻟﻠَّﻪِﺗَﺘَّﻘُﻮﻥَ
আর আসমানসমূহ ও যমীনে যা কিছু আছেতা তাঁরই জন্য আর আনুগত্য সদাসর্বদাএকান্তভাবে তাঁরই জন্য, তবুও কিতোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে?
সূরা নাহলঃ ৫২

(নূহ বলেছিল)
ﺍﻋْﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﻣَﺎ ﻟَﻜُﻢْ ﻣِﻦْ ﺇِﻟَﻪٍ ﻏَﻴْﺮُﻩُ ﺃَﻓَﻼ ﺗَﺘَّﻘُﻮﻥَ
তোমরা আল্লাহর ইবাদত কর, তিনিছাড়া তোমাদের জন্য কোন ইলাহ নেই,তবুও কি তোমরা তাঁকে ছাড়া অন্যকাউকে ভয় করবে?
সূরা মু‘মিনূনঃ ২৩

(হুদ বলেছিল)
ﺍﻋْﺒُﺪُﻭﺍ ﺍﻟﻠَّﻪَ ﻣَﺎ ﻟَﻜُﻢْ ﻣِﻦْ ﺇِﻟَﻪٍ ﻏَﻴْﺮُﻩُ ﺃَﻓَﻼ ﺗَﺘَّﻘُﻮﻥَ
তোমরা আল্লাহর ইবাদত কর, তিনিছাড়া তোমাদের জন্য কোন ইলাহ নেই,তবুও কি তোমরা তাঁকে ছাড়া অন্যকাউকে ভয় করবে?
সূরা আ‘রাফঃ ৫৬
সূরা মু‘মিনূনঃ ৩২
----------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments