মাথার চুল রঙ করার বিধান;
প্রশ্ন:
মাথার চুলে রঙ করা বৈধ কি?
উত্তর:
মাথার চুলে রঙ করা মানুষের ব্যক্তিগত ইচ্ছা ও অভিরুচির সাথে সম্পৃক্ত। এটি ইবাদতের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং পুরুষ হোক অথবা মহিলা হোক কিছু শর্ত সাপেক্ষে যে কেউ তার পছন্দমত চুলে রঙ করতে পারে।
এ ক্ষেত্রে ৩টি শর্ত রয়েছে। সেগুলো হল:
১. কালো রঙ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
فَلْتُغَيِّرْهُ وَجَنِّبُوهُ السَّوَادَ
সে যেন তার (চুলের) রং পরিবর্তন করে দেয়। তবে তোমরা তার জন্য কালো রং পরিহার করো।” (সুনানে ইবনে মাজাহ, অধ্যায়: পোশাক-পরিচ্ছেদ, অনুচ্ছেদ: কালো খেজাব ব্যবহার, সহীহ)
সুতরাং কেউ যদি কালো রঙের কলপ দ্বারা নিজের সাদা চুল গোপন করতে চায় তাহলে তা হারাম হবে।
২. কাফের ও ফাসেক নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা ইত্যাদির সাদৃশ্য অবলম্বন করা উদ্দেশ্য হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
“যে ব্যক্তি অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।”
(সুনানে আবু দাউদ, অধ্যায়: পোশাক-পরিচ্ছেদ, অনুচ্ছেদ: খ্যাতি লাভের পোশাক পরা, হাসান সহিহ)
সুতরাং কাফের-ফাসেক পুরুষ বা নারীদের সাদৃশ্য অবলম্বনের উদ্দেশ্য ছাড়া যদি নিজের অভিরুচি বা স্বামীকে খুশি করার উদ্দেশ্যে চুলে রং করা হয় তাহলে তাতে আপত্তি নাই। অন্যথায় হারাম।
৩. উক্ত রঙ চুলের জন্য ক্ষতিকর হওয়া যাবে না। ক্ষতিকর বলে প্রমাণিত হলে, তা ব্যবহার করা বৈধ নয়।
এ সকল শর্ত সাপেক্ষে পবিত্র বস্তু বা কেমিক্যাল থেকে তৈরি রঙ চুলে ব্যবহার করা জায়েয ইনশাআল্লাহ।
আল্লাহু আলাম
---------------------------------
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
(লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়)
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।
0 Comments