Recent Tube

যারা তাবিজের পক্ষে দলিল দেন তারা নিম্নোক্ত কথাগুলো বলেন: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।








  প্রশ্ন: 
বযারা তাবিজের পক্ষে দলিল দেন তারা নিম্নোক্ত কথাগুলো বলেন:
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহঃ বলেন,
وَيَجُوزُ أَنْ يَكْتُبَ لِلْمُصَابِ وَغَيْرِهِ مِنْ الْمَرْضَى شَيْئًا مِنْ كِتَابِ اللَّهِ وَذِكْرُهُ بِالْمِدَادِ الْمُبَاحِ وَيُغْسَلُ وَيُسْقَى كَمَا نَصَّ عَلَى ذَلِكَ أَحْمَد وَغَيْرُهُ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَد: قَرَأْت عَلَى أَبِي ثَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ؛ ثَنَا سُفْيَانُ؛ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي لَيْلَى عَنْ الْحَكَمِ؛ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ؛ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: إذَا عَسِرَ عَلَى الْمَرْأَةِ وِلَادَتُهَا فَلْيَكْتُبْ: بِسْمِ اللَّهِ لَا إلَهَ إلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ....
বিপদগ্রস্ত বা অসুস্থ লোকদের জন্য কালি দ্বারা আল্লাহর কিতাব, আল্লাহর যিক্বর লিখে দেয়া এবং ধুয়ে পান করা জায়েজ। তারপর এ আলোচনার শেষদিকে তিনি তাবিজাত বৈধ হওয়ার পক্ষে হযরত ইবনে আব্বাস (রাঃ) এর একটি আছার পেশ করেন। ইবনে আব্বাস (রাঃ) কাগজের টুকরায় তাবিজ লিখে দিতেন,তা সন্তানসম্ভবা নারীদের বাহুতে বেঁধে দেয়া হতো। {মাজমাঊল ফাতওয়া -১৯/৬৪}
দয়া করে এর ব্যাখ্যা দিবেন।

 উত্তর
 নিম্নে এর উত্তর প্রদান করা হল,

   - প্রথমত:

  ইবনে তাইমিয়া রাহ. এখানে মোটেওে কুরআনের আয়াত লিখে শরীরে ঝুলানোর কথা বলেন নি। বরং তিনি তা ধৌত করে পানি পান এবং গোসল করার কথা বলেছেন। (অুনবাদক এখানে অনুবাদের ক্ষেত্রে কিছুটা চাতুরতার আশ্রয় নিয়েছেন)। এমনিট করা অনেক আলেম জায়েজ বলেছেন।

  - ২য়ত:
 আহলে হাদিস বা সালাফিগণ বিশ্বাস করে, একজন ব্যক্তি যতবড় আলেম, মুহাদ্দিস, মুফাসসরি বা পণ্ডিত হোক না কেন তার কোন বক্তব্য বা ফতোয়া কুরআন-সুন্নাহ বিরোধী বলে প্রমাণিত হলে তা অবশ্যই প্রত্যাখান করতে হবে।

  - ৩য়ত:
 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন হাদিস নয় (মারফু নয়) বরং ইবনে আব্বাস রা. এর ব্যক্তিগত কর্ম (মাউকুফ)।
(কোনও কোন বর্ণনায় উক্ত আয়াত কাগজে লিখে তা পানিতে ধুয়ে পানি পান করার কথা আছে আবার কোথাও বাহুতে ঝুলিয়ে দেয়ার কথা আছে)
যাহোক, প্রকৃতপক্ষে তা এ আসারটি মুহাদ্দিসগণের বিশ্লেষণে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় (যইফ বা দুর্বল)। আরও গভীরভাবে জানতে বিস্তারিত দেখুন এই লিংকে, https://majles.alukah.net/t125862/
-আল্লাহু আলাম।
--------------------------------- 

Post a Comment

0 Comments