Recent Tube

সেই সময়কে দিয়ে দেশের বর্তমান সময়কে বিচার করুন। ইবনে যুবাইর।










 
 সেই সময়কে দিয়ে দেশের বর্তমান সময়কে বিচার করুন।


    খলিফা হযরত উমর ইবনে আবদুল আযীয(র.)-এর মৃত্যুর পরই মুসলিম উম্মাহর জন্য ঘটে যায় আরেক মর্মান্তিক ঘটনা।
উমাইয়া বংশের লোকেরা হযরত উমর ইবনে আবদুল আযীয(র)-কে গোপনে বিষপানে হত্যা করে।যদিও উমর ইবনে আবদুল আযীয ছিলেন উমাইয়া বংশেরই লোক।
 এই জঘন্য কাজের জন্য হন্তকরা খলিফার কৃতদাসকে ১০০০ দিরহাম দেয়াসহ তাকে মুক্ত করে দেয়ার প্রতিশ্রুতি দেয়।
উমর ইবনে আবদুল আযীযের মৃত্যুর পর খলিফার আসনে অধিষ্ঠিত হোন ইয়াজিদ ইবনে আবদুল মালিক।
ইয়াজিদ ইবনে আবদুল মালিক উমর ইবনে আবদুল আযীযের পদাঙ্ক অনুসরণ করতে থাকেন।

      উমাইয়া বংশের লোকেরা যখন দেখল উমর ইবনে আবদুৃল আযীযের পরও তাদের স্বার্থোদ্ধারের কোন সুরাহা হচ্ছে না তখন ইয়াজিদ ইবনে আবদুল মালিকেকে নিজেদের ইচ্ছেনুযায়ী চালাবার চেষ্টা শুরু করে।
তাদের এ ধরণের চেষ্টা উমর ইবনে আবদুল আযীযের সামনে ব্যর্থ হয়েছিল।
কিন্তু ইয়াজিদ ইবনে আবদুল মালিক তো উমর ইবনে আবদুল আযীয ছিলেন না। তাই তিনি এদের ষঢ়যন্ত্রের কাছে নতি স্বীকার করেন।

    ঘটনা এইঃ

     ৪০ জন শুভ্রকেশি আলেম খালিফা ইয়াজিদ ইবনে আবদুল মালিকে'র দরবারে গিয়ে উপস্হিত হয়ে সাক্ষ্য দেয়,যমানার খলিফা যা কিছু করবে তার হিসেব তার থেকে নেওয়া হবে না এবং এজন্য তাকে কোন শাস্তিও দেয়া হবে না।

    এ ধরণের কৌশলে সন্তোষজনক ফল পাওয়া গেল এবং ইয়াজিদ ইবনে আবদুল মালিকের মুর্খতা তাকে ধীরে ধীরে প্রথম ইয়াজিদের মত পাপাচারের দিকে ঠেলে দিল।এমন কি তিনি মদ্যপানও শুরু করেন।

     তিনিই হচ্ছেন প্রথম খলিফা, যিনি প্রকাশ্যে মদ্যপান করতেন এবং গান বাজনার মধ্যে নিজের মূল্যবান সময় কাটিয়ে দিতেন।

     এবার উমাইয়া বংশের লোকেরা সুবর্ণ সুযোগ পেয়ে গেল। তারা দরবারে খিলাফতের উপর নিজেদের আধিপত্য বিস্তার করে উমর ইবনে আবদুল আযীযের যাবতীয় সংস্কারমূলক কাজ বন্ধ করে দিল।

    তারা পূর্বের ন্যায় অন্যায়ভাবে রাষ্ট্রীয় ধন-সম্পদ ও জায়গীরসমূহের উপর নিজেদের অনৈতিক অধিকার প্রতিষ্ঠা করল এবং এ অন্যায় আচরণ পূর্বের চাইতেও অধিক এগিয়ে গেল।

     উমর ইবনে আবদুল আযীযের পর উমাইয়া খেলাফতের যুগের পতন শুরু হয়েছে-মনে করতে হবে।'
ইসলামের ইতিহাস ২য় খন্ড অবলম্বনে-পৃ.১৯১-৯২।

       সেই সময়কে দিয়ে দেশের বর্তমান সময়কে বিচার করুন,নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ন্যায় পরায়ণ শাসককে বিষপানে হত্যা করে কিভাবে আরেকজন শাসককে প্রভাবিত করে তার চরিত্র নষ্ট করে তাকে স্বৈরশাসকরুপে গড়ে তুলে এবং দরবারের উচ্ছিষ্টভোগী পরগাছা হয়ে নিকৃষ্ট কুকুরের জীবনকে বেছে নেয়। এরাও আলেম!!
------------------------------------------------------------
লেখকঃ ইসলামিক আর্টিকেল লেখক ও অনলাইন এক্টিভিস্ট। 

Post a Comment

0 Comments