জাহান্নামীদের চারটি দোষ থাকবে;
---------------------------------
♦ দুনিয়াতে তারা;
১. নামায পড়তো না।
২. অভাবগ্রস্তকে আহার্য্য দিতো না।
৩. (আলেম/জ্ঞানীদের বিরুদ্ধে) কুৎসা রটনায় মশগুল থাকতো।
৪. প্রতিফল দিবসকে অস্বীকার করতো।
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;
إِلَّا أَصْحَابَ الْيَمِين
কিন্তু ডানদিকস্থরা,
فِي جَنَّاتٍ يَتَسَاءلُونَ
তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।
عَنِ الْمُجْرِمِينَ
অপরাধীদের সম্পর্কে
مَا سَلَكَكُمْ فِي سَقَرَ
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?
قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ
তারা বলবেঃ আমরা নামায পড়তাম না,
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ
অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّين
এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।
حَتَّى أَتَانَا الْيَقِينُ
আমাদের মৃত্যু পর্যন্ত।
সূরা মুদ্দাসসিরঃ ৩৮-৪৭
----------------------
0 Comments