Recent Tube

আল কুরআন।




            সূরা আল মু'মিনুন।


 সূরা নম্বরঃ ২৩, 
 আয়াত নম্বরঃ ৮১;
بَلْ قَالُوْا  مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ
 এতদসত্ত্বেও উহারা বলে, যেমন বলিয়াছিল পূর্ববর্তীরা।

 আয়াত নম্বরঃ ৮২;
قَالُوْۤا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ
 উহারা বলে, 'আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইলেও কি আমরা উত্থিত হইব ?

  আয়াত নম্বরঃ ৮৩;
لَـقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَآؤُنَا هٰذَا  مِنْ قَبْلُ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ
 'আমাদেরকে তো এই বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্ব পুরুষগণকেও। ইহা তো সে কালের উপকথা ব্যতীত আর কিছুই নয়।'

  আয়াত নম্বরঃ ৮৪;
قُلْ لِّمَنِ الْاَرْضُ  وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ
 জিজ্ঞাসা কর, 'এই পৃথিবী এবং ইহাতে যাহারা আছে তাহারা কাহার, যদি তোমরা জান ?'

  আয়াত নম্বরঃ ৮৫;
سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا  تَذَكَّرُوْنَ
 উহারা বলিবে, 'আল্লাহ্‌র'। বল, 'তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবেনা ?

 

 
 
 


Post a Comment

0 Comments