Recent Tube

আল কুরআন।



                    সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ৫১;
اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ  الْمُؤْمِنِيْنَؕ
'আমরা তো আশা করি, আমাদের প্রতিপালক আমাদের অপরাধ মার্জনা করিবেন, কারণ আমরা মু'মিনদের মধ্যে অগ্রণী।'

 আয়াত নম্বরঃ ৫২;
وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِىْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ
 আমি মূসার প্রতি ওহী করিয়াছিলাম এই মর্মে : 'আমার বান্দাদেরকে লইয়া রাত্রি কালে বাহির হও, তোমাদের তো পশ্চাদ্ধাবন করা হইবে।'

  আয়াত নম্বরঃ ৫৩;
فَاَرْسَلَ فِرْعَوْنُ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَ‌ۚ
অতঃপর ফির'আওন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাইল,

 আয়াত নম্বরঃ ৫৪;
اِنَّ هٰٓؤُلَاۤءِ لَشِرْذِمَةٌ قَلِيْلُوْنَۙ
 এই বলিয়া, 'ইহারা তো ক্ষুদ্র একটি দল;

 আয়াত নম্বরঃ ৫৫
وَاِنَّهُمْ لَـنَا لَـغَآٮِٕظُوْنَۙ
  এবং 'উহারা তো আমাদের ক্রোধ উদ্রেক করিয়াছে ;

 
 
 

Post a Comment

0 Comments