Recent Tube

আল কুরআন।


                সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ৫৬;
وَاِنَّا لَجَمِيْعٌ حٰذِرُوْنَؕ
এবং আমরা তো সকলেই সদাশংকিত।'

 আয়াত নম্বরঃ ৫৭;
فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ
 পরিণামে আমি ফির'আওন গোষ্ঠীকে বহিষ্কার করিলাম উহাদের উদ্যান রাজি ও প্রস্রবণ হইতে।

আয়াত নম্বরঃ ৫৮;
وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ
এবং ধনভাণ্ডার ও সুরম্য সৌধমালা হইতে।

   আয়াত নম্বরঃ ৫৯;
كَذٰلِكَؕ وَاَوْرَثْنٰهَا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ
এইরূপই ঘটিয়াছিল এবং বনী ইসরাঈলকে করিয়াছিলাম এই সমুদয়ের অধিকারী।

  আয়াত নম্বরঃ ৬০;
فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ
 উহারা সূর্যোদয়কালে তাহাদের পশ্চাতে আসিয়া পড়িল।

 


Post a Comment

0 Comments