Recent Tube

আল কুরআন।



               সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১০১;
وَلَا صَدِيْقٍ حَمِيْمٍ
'এবং কোন সহৃদয় বন্ধুও নাই।

 আয়াত নম্বরঃ ১০২;
فَلَوْ اَنَّ لَـنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ
'হায়, যদি আমাদের একবার প্রত্যাবর্তনের সুযোগ ঘটিত, তাহা হইলে আমরা মু'মিনদের অন্তর্ভুক্ত হইয়া যাইতাম!

  আয়াত নম্বরঃ ১০৩;
اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ
 ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে, কিন্তু উহাদের অধিকাংশ মু'মিন নহে।

  আয়াত নম্বরঃ ১০৪;
وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ
 তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।

  আয়াত নম্বরঃ ১০৫;
كَذَّبَتْ قَوْمُ نُوْحِ  ۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ
 নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করিয়াছিল।

 

 
 

 

Post a Comment

0 Comments