Recent Tube

আল কুরআন।



                   সুরা, আস-শোআরা।


সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১১১;
قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ  الْاَرْذَلُوْنَؕ
উহারা বলিল, 'আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করিব অথচ ইতরজনেরা তোমার অনুসরণ করিতেছে?'

 আয়াত নম্বরঃ ১১২;
قَالَ وَمَا عِلْمِىْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‌ۚ
 নূহ্ বলিল, 'উহারা কী করিত তাহা আমার জানা নাই।'

 আয়াত নম্বরঃ ১১৩;
اِنْ حِسَابُهُمْ  اِلَّا عَلٰى رَبِّىْ‌ لَوْ تَشْعُرُوْنَ‌ۚ
উহাদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ; যদি তোমরা বুঝিতে!

 আয়াত নম্বরঃ ১১৪;
وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِيْنَ‌ۚ
 'মু'মিনদেরকে তাড়াইয়া দেওয়া আমার কাজ নহে।

 আয়াত নম্বরঃ ১১৫;
اِنْ اَنَا  اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌؕ
'আমি তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।'

 
 
 


Post a Comment

0 Comments