Recent Tube

আল কুরআন।


                    সুরা, আস-শোআরা।

সূরা নম্বরঃ ২৬, 
আয়াত নম্বরঃ ১১৬;
قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰـنُوْحُ لَـتَكُوْنَنَّ  مِنَ الْمَرْجُوْمِيْنَؕ
উহারা বলিল, 'হে নূহ্ ! তুমি যদি নিবৃত্ত না হও তবে তুমি অবশ্যই প্রস্তরাঘাতে নিহতদের শামিল হইবে।'

  আয়াত নম্বরঃ ১১৭;
قَالَ رَبِّ اِنَّ قَوْمِىْ كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ
 নূহ্ বলিল, 'হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায়ই তো আমাকে অস্বীকার করিতেছে।

  আয়াত নম্বরঃ ১১৮;
فَافْتَحْ بَيْنِىْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِىْ وَمَنْ مَّعِىَ مِنَ الْمُؤْمِنِيْنَ
 'সুতরাং তুমি আমার ও উহাদের মধ্যে স্পষ্ট মীমাংসা করিয়া দাও এবং আমাকে ও আমার সঙ্গে যেসব মু'মিন আছে, তাহাদেরকে রক্ষা কর।'

 আয়াত নম্বরঃ ১১৯;
فَاَنْجَيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ الْمَشْحُوْنِ‌ۚ
অতঃপর আমি তাহাকে ও তাহার সঙ্গে যাহারা ছিল, তাহাদেরকে রক্ষা করিলাম বোঝাই নৌযানে।

 আয়াত নম্বরঃ ১২০;
ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ  الْبٰقِيْنَؕ
 তৎপর অবশিষ্ট সকলকে নিমজ্জিত করিলাম।

 
 

 

 

Post a Comment

0 Comments