Recent Tube

আল কুরআন।


                       সূরা নামল ;

   সূরা নম্বরঃ ২৭, 
 আয়াত নম্বরঃ ২৬;
اَللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ۩
 'আল্লাহ্, তিনি ব্যতীত কোন ইলাহ নেই, তিনি মহাআরশের অধিপতি।'

  আয়াত নম্বরঃ ২৭;
قَالَ سَنَـنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ
 সুলায়মান বলিল, 'আমি দেখিব তুমি কি সত্য বলিয়াছ, না তুমি মিথ্যাবাদী?

  আয়াত নম্বরঃ ২৮;
اِذْهَبْ بِّكِتٰبِىْ هٰذَا فَاَلْقِهْ اِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَانْظُرْ مَاذَا يَرْجِعُوْنَ
 'তুমি যাও আমার এই পত্র লইয়া এবং ইহা তাহাদের নিকট অর্পণ কর ; অতঃপর তাহাদের নিকট হইতে সরিয়া থাকিও এবং লক্ষ্য করিও তাহাদের প্রতিক্রিয়া কী ?'

 আয়াত নম্বরঃ ২৯;
قَالَتْ  يٰۤاَيُّهَا الْمَلَؤُا اِنِّىْۤ اُلْقِىَ اِلَىَّ كِتٰبٌ كَرِيْمٌ
সেই নারী বলিল, 'হে পারিষদবর্গ! আমাকে এক সম্মানিত পত্র দেওয়া হইয়াছে ;

  আয়াত নম্বরঃ ৩০;
اِنَّهٗ مِنْ سُلَيْمٰنَ وَاِنَّهٗ  بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ
  'ইহা সুলাইমানের নিকট হইতে এবং ইহা এই; দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে,

 

Post a Comment

0 Comments