Recent Tube

আল কুরআন।


                           সুরা আর রুম;

সূরা নম্বরঃ ৩০, 
আয়াত নম্বরঃ ১১;
اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ
আল্লাহ্ আদিতে সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তি করিবেন, তারপর তোমরে, তাঁহারই নিকট প্রত্যানীত হইবে।

 আয়াত নম্বরঃ ১২
وَيَوْمَ  تَقُوْمُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُوْنَ
 যেই দিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা হতাশ হইয়া পড়িবে।

 আয়াত নম্বরঃ ১৩;
وَلَمْ يَكُنْ لَّهُمْ  مِّنْ شُرَكَآٮِٕهِمْ شُفَعٰٓؤُا وَكَانُوْا بِشُرَكَآٮِٕهِمْ كٰفِرِيْنَ 
 উহাদের দেব-দেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না এবং উহারা উহাদের দেব- দেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে।

 আয়াত নম্বরঃ ১৪;
وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّتَفَرَّقُوْنَ
যেই দিন কিয়ামত হইবে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে।

 আয়াত নম্বরঃ ১৫;
فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِىْ رَوْضَةٍ يُّحْبَرُوْنَ
 অতএব যাহারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে ;

 আয়াত নম্বরঃ ১৬;
وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَآئِ الْاٰخِرَةِ فَاُولٰٓٮِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ
 এবং যাহারা কুফরী করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করিয়াছে, তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে।

 আয়াত নম্বরঃ ১৭;
فَسُبْحٰنَ اللّٰهِ حِيْنَ  تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ
সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সন্ধ্যায় ও প্রভাতে।

 আয়াত নম্বরঃ ১৮;
وَلَـهُ الْحَمْدُ فِىْ السَّمٰوٰتِ  وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ
এবং অপরাহ্নে ও যোহরের সময়ে; আর আকাশমণ্ডলী ও পৃথিবীতে সকল প্রশংসা তো তাঁহারই।

 আয়াত নম্বরঃ ১৯;
يُخْرِجُ الْحَـىَّ مِنَ  الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَيُحْىِ الْاَرْضَ بَعْدَ  مَوْتِهَا  ‌ؕ وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ
 তিনিই মৃত হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনিই জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর। এইভাবেই তোমরা উত্থিত হইবে।

  আয়াত নম্বরঃ ২০;
وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَكُمْ مِّنْ  تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ
  তাঁহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে, তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন। তাহার পর এখন তোমরা মানুষ, সর্বত্র ছড়াইয়া পড়িতেছ।

 
 
 

 

Post a Comment

0 Comments