Recent Tube


(২)  
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেশের সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন। শত শত শহীদের পবিত্র রক্ত ক্বুরবানী করে জীবন বিলিয়ে দেয়া, কোটি ছাত্রের প্রানের সংগঠন। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে, আধুনিক -আলিয়া - ক্বাওমী শিক্ষার্থীদের, তাওহীদি চেতনার এক ভ্রাতৃত্বের সীসা ঢালা প্রাচীরের সম্মীলন। ইসলামী আদর্শের নিরেট-নিখাদ ছাঁচে গড়ে উঠছে, লাখো তরুন প্রতিনিয়ত এই সংগঠনে। শিক্ষাঙ্গনে ইসলামী আদর্শের বাস্তব অনুসরণকারী, এক একজন শিবির কর্মী। প্রচলিত শিক্ষার পাশাপাশি, ক্বুরআ'ন - হাদীস এবং যুগোপযোগী ইসলামী সাহিত্য সমৃদ্ধ সিলেবাস অধ্যয়ন করে, কর্মীরা গড়ে উঠছে পরিপূর্ণ আদর্শিক যোগ্যতাসম্পন্ন মানুষ হিসেবে। 
#আসুন, আমরা ইসলামী আদর্শের পতাকাবাহী দেশের সর্ববৃহৎ ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা, কার্যক্রম, দায়বদ্ধতা, দায়ীত্ব, কর্তব্য সম্পর্কে...... 
#ধারাবাহিক_এবং_সংক্ষিপ্তভাবে_জানিঃ 

#মহাবিশ্বের_স্রষ্টা_ও_পরিচালকঃ 

#অসংখ্য_জিনিস আমরা নিয়মিত ব্যবহার করছি। বই, কলম, গাড়ি, কম্পিউটার, রেডিও, মাইক প্রভৃতি হাজার রকম জিনিস। 
#সবই নির্ধারিত নিয়মে তৈরি হয়েছে। আপনা আপনি হয়নি। 
#কিন্তু কলকব্জা জড়ো করলেই গাড়ি হয় না, এক টুকরো প্লাষ্টিক যেমন ইচ্ছেমতো কাটলেই কলম হয় না। মানুষ উন্নত মস্তিষ্কের সাহায্যে অনেক চিন্তা ভাবনার পর এসব জিনিস তৈরি করতে সক্ষম হয়েছে। 
#এগুলো ব্যবহারেরও নির্ধারিত নিয়ম আছে। ছোট নিবটি ভেঙে গেলেই আর সে কলম দিয়ে লেখা যায় না। গাড়ি চালানো না শিখে কেউ চালাতে শুরু করলে নির্ঘাত দুর্ঘটনায় পড়ে তাকে মরতে হবে। 
#এ_পৃথিবী আর মহা বিশ্বেও সবকিছু তেমনি সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী সৃষ্টি হয়েছে, আর চলছেও নির্ধারিত নিয়ম মেনে। কেউ যদি বলে, হঠাৎ করে পৃথিবী সৃষ্টি হয়েছে, কোন নিয়ম ছাড়াই পাহাড় সমুদ্র বন-বনানী স্থাপিত হয়ে গেছে, তাহলে তাকে নির্বোধ, বোকা, মিথ্যাবাদী ছাড়া আর কিছু বলা যায় না। 
#তেমনি একথাও চরম মিথ্যা যে এ বিশ্বের কোন কর্তা বা পরিচালক নেই।" 

#চলবে...

Post a Comment

0 Comments