এইটা চিরন্তন সত্য কথা। জামায়াত যে ইসলামের কথা বলে সে ইসলামে রাজনীতি,অর্থনীতি,
পরিবার,সমাজ,রাষ্ট্র, আন্তর্জাতিক নীতি পলিসি সব আছে।আপনাদের ইসলাম মসজিদ মাদরাসার মধ্যে সীমাবদ্ধ।আপনাদের এই ইসলাম থেকে রাজনীতি, অর্থনীতি, পরিবার, সমাজ,রাষ্ট্র, আন্তর্জাতিক নীতি পলিসি কেটে বাদ দিয়ে তাগুতের হাতে সঁপে দেয়া হয়েছে।
এত অসহয় ইসলাম আল্লাহ নাযিল করেননি।রাসুলুল্লাহ (সা.)এই অসহায় ইসলামের ধারক বাহক ছিলেন না।
ইসলামকে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয় কারণ এটি মানবজীবনের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সকল ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর সমাধান দেয়। এটি শুধু একটি ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন-বিধান যা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডসহ জীবনের সব দিক নিয়ন্ত্রণ করে।
মহান আল্লাহ বলেন,"নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম।" (সূরা আলে ইমরান: আয়াত ১৯)
মহান আল্লাহ ফতোয়া দিচ্ছেন, 'যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের , যালেম , ফাসেক ’। (সুরা মায়েদা-আয়াড-৪৪, ৪৫ ও ৪৬)
আল্লাহ ফতোয়া তো এই সকল লেবাসধারীদের ওপরও বর্তায়।কারণ এদের নিকট ধর্মনিরপেক্ষবাদী আওয়ামী লীগ,বিএনপি জায়েজ।ইসালমের বিপরীতে এরা সেক্যুলারিজমকে প্রাধান্য দেন।
মহান আল্লাহ বলেন, 'হুকুম বা কর্তৃত্বের মালিকানা আল্লাহ ছাড়া কারো কাছে নেই। তিনিই সত্যকথা বর্ণনা করেন, আর তিনিই সর্বোত্তম ফায়সালাকারী।” (সূরা আনআম : ৫৭)
“সৃষ্টি যার আইন চলবে তাঁর।” (সূরা আরাফ : ৫৪)
অতএব একথা প্রমাণিত সত্য যে, কথিত অরাজনৈতিক অসহায় ইসলামের সাথে আল্লাহ ও তাঁর রাসুল সাঃ এঁর কোন সম্পর্ক নেই।কথিত অরাজনৈতিক অসহায় ইসলামে বড়জোর বাপদাদার ধর্ম ছাড়া আর কিছুই নয়।এই বাপদাদার ইসলামের সাথে কোন মুসলমানের সম্পর্ক থাকতে পারে না।

0 Comments