Recent Tube

৩২ জনের ভিতর ১৮ জনই বললেন দাঁড়িপাল্লার কথা...⚖️ ------------------------- পুস্পিতা


 

৩২ জনের ভিতর ১৮ জনই বললেন দাঁড়িপাল্লার কথা...⚖️

#সামনের নির্বাচনে কোন দলের অবস্থান কেমন হতে পারে তার একটা ধারণা পাওয়ার জন্য এবার নিজেই জনমত যাচাই করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু প্রতিদিনই নানা বয়সী লোকজন বিশেষ করে নারীদের সাথে কথা হয়, দেখা হয় তাই একটা ধারণা পাওয়া যাবে বলে বিশ্বাস। সে হিসেবে গতকাল রোগীদের কাছে পরিকল্পিত ভাবে জানতে চেয়েছি কোন দলকে পছন্দ। কোন ধরনের লৌকিকতা ছাড়াই মন থেকে বলতে বলেছি। আগামীকাল আবারও অন্যেদের জিজ্ঞেস করব। এভাবে ৫/৭ দিন জিজ্ঞেস করে দেখব।

#জামায়াতের ব্যাপারে এই আগ্রহ বেশ কৌতূহলোদ্দীপক। অন্য দলের নাম যারা বলেছে বলেছে তাদের অনেকের সাথে পুরুষ ছিল। আবার এমনও ছিল স্বামী যদি অন্য মার্কা বলে স্ত্রী হেসে বলে দাঁড়িপাল্লা। আর ২০ থেকে নিয়ে ৪০ এর ভিতর বয়সী বেশির ভাগ দাঁড়িপাল্লা এবং তারা শিক্ষিত। বয়স্ক ও মিডিয়া থেকে দূরে যারা তাদের বেশির ভাগ অন্যদল। এক চাচী বলে কয়দিন বাঁচি না বাঁচি ঠিক নেই এবার আল্লাহর দলকেই ভোট দিতে চাই। তাঁর নাতী অবশ্য শিবির! 

#জামায়াত বা দাঁড়িপাল্লার নাম কোত্থেকে শুনেছেন? মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম ও লোকমুখে সবচেয়ে বেশি। কারো কারো কাছে দাওয়াত পৌঁছেছে। যদিও বেশির নারীর সাথে এখানো সরাসরি জামায়াতের কেউ যোগাযোগ করেনি। কেউ যোগাযোগ না করার পরও দাঁড়িপাল্লায় ভোট দেয়ার কথা বলা আল্লাহর বিশাল এক দয়া৷ 

বুঝা যাচ্ছে নিরবে একটা বিপ্লব ঘটে যাচ্ছে। সেই বিপ্লবকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার অনেক কাজ অবশ্য এখনো বাকী। সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করলে অভূতপূর্ব অনেক কিছু জাতি দেখবে নিশ্চিত।

Post a Comment

0 Comments